Bangladesh

দারিদ্র্যমুক্ত দেশ বানানোর চেষ্টা করছে সরকারঃ হাসিনা

দারিদ্র্যমুক্ত দেশ বানানোর চেষ্টা করছে সরকারঃ হাসিনা

| | 22 Oct 2016, 12:28 pm
ঢাকা, অক্টোবর ২২ঃ নতুন এক বাংলার গড়বার স্বপ্ন দেখিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে ২০৪১ সালের মধ‌্যে দারিদ্র্যমুক্ত দেশ বানানোর চেষ্টা করে যাচ্ছে ওনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।


“জনগণের দায়িত্ব আমাদের," হাসিনা বলেন।

 

উনি বলেন বাংলাদেশের মাটিতে 'দরিদ্র' বলে কিছু থাকবে না।

 

হাসিনা বলেন ২০২১ শ্যালের মধ্যে বাংলাদেশকে মধ‌্যম আয়ের দেশে উন্নীতের চেষ্টা করছে সরকার।

 

প্রধানমন্ত্রী বলেনঃ "প্রতিটি সেক্টরে যেন উন্নয়ন হয় সেজন্য ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। "

 

শেখ হাসিনা শনিবার বলেছেন যে তৃণমূল স্তরের নেতা কর্মীরাই হলেন আওয়ামী লীগের প্রাণ।

 

ওনারাই এই দলকে ধরে রেখেছেন, বলেন হাসিনা।

 

প্রধানমন্ত্রী এই কথাগুলি আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেছেন।

 

এই সম্মেলনে হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তরেরর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


আজ সকাল থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি শুরু হয়।