Bangladesh

"শান্তিপূর্ণভাবে কেটেছে ভোট পর্ব"

| | 30 Dec 2015, 12:33 pm
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বুধবার বলেছেন যে পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে কেটেছে।

ভোটগ্রহণের শেষে গণনা চলছে।

 

"কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে,” সাংবাদিকদের জানিয়েছেন আহমদ।

 

পূরনির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন৬৭ জন। একই সঙ্গে ভোটে বেনিয়মের অভি্যোগ এবং ১৯ জন প্রার্থীর ভোট বয়কটের খবর পাওয়া গিয়েছে।

 

দেশের বিভিন্ন জায়গায় দশটি পুরসভার অন্তর্গত ২৫টি কেন্দ্রে ভোট ব্যহত হওয়া ছাড়াও কর্তব্যে গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশনের আদেশে সাসপেন্ড হয়েছেন পাঁচ জন পুলিশ অফিসার।

 

ক্ষমতাসীন আওয়ামি লিগ অবশ্য দাবি করেছে যে, " কয়েকটি" বেনিয়মের ঘটনা ছাড়া নির্বাচন মোটের উপর পরিচ্ছন্ন ভাবেই হয়েছে। অপর পক্ষে ব্যাপক রিগিং-এর অভিযোগ করেছে বিএনপি।

 

যে সব জায়গা থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে, সেগুলি হল, টাঙ্গাইল, চাঁদপুর, পিরোজপুর, পটুয়াখালি, পাবনা, নাটোর, চট্টগ্রাম, ফেনি, মৌলভিবাজার এবং ময়মনসিংহ। অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামি লিগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। চাঁদপুরে দক্ষিন বৈশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থা সামাল দিতে পুলিশকে ১৫ রাউন্ড গুলি চালাতে হয়। এর ফলে আহত হন পাঁচজন।

 

Image: Wikimedia Commons