Bangladesh

দেশে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী নেই, জানালেন মন্ত্রী

দেশে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী নেই, জানালেন মন্ত্রী

| | 14 Mar 2017, 07:18 am
ঢাকা, মার্চ ১৪ঃ দেশের এক মন্ত্রী আজ বলেছেন যে বাংলাদেশের জঙ্গিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি বা আইএসের সম্পর্ক নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  এই তথ্যটি দিয়েছেন।

পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উনি এই মন্তব্য করেছেন।

 "কয়েক বছর ধরে আমরা বিশ্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান প্রত্যক্ষ করছি। এর “স্পিলওভার এফেক্ট” বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে ইসলামিক স্টেট বা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর উপস্থিতি নেই।," মন্ত্রী বলেন।

প্রসঙ্গত, সিঙ্গাপুরভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিরজম রিসার্চের পরিচালক রোহান গুণারত্নে বলেছিলেন গত বছর গুলশানের হলি আর্টিজানে হামলার সাথে যুক্ত ছিল আইএস।