Bangladesh

সাইবার হামলাঃ এখনও বাংলাদেশে ক্ষতির খবর নেই

সাইবার হামলাঃ এখনও বাংলাদেশে ক্ষতির খবর নেই

| | 13 May 2017, 09:31 am
ঢাকা, মে ১৩ঃ শুখবর আছে বাংলাদেশের মানুষ ও প্রশাসনের কাছে।

পৃথিবী জুড়ে, সাইবার হামলার ঘটনায় এখনও পর্যন্ত বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি।

 

সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন এখনও পর্যন্ত ৯৯ টি দেশ আক্রান্ত হয়েছে।

 

তবে এই দেশের মাটিতে এখনও পর্যন্ত কোনো কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণের খবর পাওয়া যায়নি।

 

আক্রমণকারী ম্যালওয়্যারটির বিরুদ্ধে এখন প্রতিরোধব্যবস্থা গড়ে উঠেছে।

 

এই বৃহৎ সাইবার আক্রমণের ঘটনাটি শুক্রবার একসাথে বহু দেশ জুড়ে ঘটে।

 

সাংঘাতিক এক সমস্যার মুখোমুখি করে, বিভিন্ন দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দেয় হ্যাকাররা।

 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ছাড়াও বিভিন্ন দেশ এই হামলার শিকার হয়।