Bangladesh

ব্লগার রাজীব হত্যাঃ দুইজন পেলেন মৃত্যুদণ্ড

ব্লগার রাজীব হত্যাঃ দুইজন পেলেন মৃত্যুদণ্ড

| | 31 Dec 2015, 04:45 am
ঢাকা, ডিসেম্বর ৩১- একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়ে বৃহস্পতিবার দেশের একটি আদালত ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

এই মামলায় দুই আসামী হলেন ফয়সাল বিন নাইম ও বেদোয়ানুল আজাদ।

 আজকের আদেশে, মাকসুদুল হাসান অনিকে যাবজ্জীবন কারাদণ্ড, এহসান রেজা রুম্মান, নাইম শিকদার ও নাফিজ ইমতিয়াজ পেয়েছেন ১০ বছর, সাদমান ইয়ানির মাহমুদক তিন বছর ও আনসারুল্লাহএদেশে, টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজকের রায়টি দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ।

২০১৩ সালে  ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।