Bangladesh

2.5 lakh people have Bangladeshi passports abroad

2.5 lakh people have Bangladeshi passports abroad

Bangladesh Live News | @@banglalivenews | 28 Apr 2018, 06:59 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা আগস্ট ২৮ : বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আড়াই লাখ রোহিঙ্গা বিশ্বের বিভিন্ন দেশে গেছে।

 শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

 

ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর এনআরবি-নন রেসিডেন্ট বাংলাদেশি।


মন্ত্রী বলেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিশ্বের বিভিন্ন দেশে গেছে।

 

সেসব দেশে তারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে। বিভিন্ন দেশে আমরা যখন যাই তখন অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে জানা গেছে, তারা রোহিঙ্গা।


মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম বলেন, তবে এটা আমাদের দেশে না, মালয়েশিয়ায়।

 

তিনি বলেন, দেশে বৈধপথে রেমিট্যান্স বাড়াতে প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রণোদনার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Image: Wikimedia Commons