Bangladesh

20 party alliance meets without Jamaat

20 party alliance meets without Jamaat

Bangladesh Live News | @banglalivenews | 25 Jun 2019, 07:33 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ২৫ : জামায়াতে ইসলামীকে ছাড়াই বৈঠকে বসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার (২৪ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানান ।

বৈঠকে জোটের শরিকদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি বৈঠকে যোগ দেননি বলে শায়রুল কবির খান জানান।


গংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সে বিষয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে জোটের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে জোটের পরবর্তী করণীয় ঠিক করা হয়।