Bangladesh

বাংলাদেশে আছে সবার স্থান, সরকার ভাবে সকলের জন্য

বাংলাদেশে আছে সবার স্থান, সরকার ভাবে সকলের জন্য

| | 27 Aug 2016, 02:30 pm
ঢাকা, আগস্ট ২৭ঃ সকল ধর্মের মানুষের জন্য জায়গা আছে বাংলাদেশের মাটিতে। সকলে নিজেদের মত আনন্দ করে বাঁচার সুযোগ পান এই দেশে। আর সেই পথে প্রতি মুহূর্তে তাদের সাহায্য করে চলেছেন শেখ হাসিনা সরকার ও সবার উপরে রাষ্ট্রপতি।

বঙ্গবন্ধুর আদর্শে চলা এই দেশের প্রত্যেক মানুষের আছে সমান অধিকার।

 

ইসলাম ধর্মাবলম্বীদের থেকে শুরু করে   সকল  মানুষেরা সুযোগ, সুবিধা ও সমানভাবে বাঁচার মানে খুজে পান এই ভূমিতে।

 

সেই কারনেই, যাতে ন্য ধর্মের মানুষেরা  আরও একটু ভালোভাবে বাঁচতে পারেন তাঁর জন্য সবসময় ভেবে চলেছেন ন্তুন কর্মসূচী।

 

কিছু দিন আগে হাসিনা বলেছেন যে ওনার সরকার ‘উত্তরাধিকার আইন’ প্রণয়ন করবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্পত্তির উত্তরাধিকার বজায় রাখবার প্রচেষ্টায়।

 

"আপনারা যদি একতাবদ্ধ হয়ে এই উত্তরাধিকার আইন করতে চান, আপনারাই মিলিতভাবে আইনটা করে দেবেন, যেহেতু আপনাদের ধর্ম," হসিনা বলেন।

 

"আমরা এটা পাশ করে দেব,"  প্রধানমন্ত্রী বলেন।

 

গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়ের সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

প্রধানমন্ত্রী বলেনঃ "আপনাদের যেটা সমস্যা আপনাদের কোনো উত্তরাধিকার আইন নাই, সূত্র নাই-এটাতো ঠিক, একজন মারা গেলে তাঁর স্ত্রী সম্পদের উত্তরাধিকার পাবে না বা ছেলে-মেয়ে পাবে না, সে অসহায়ের মতো ঘুরে বেড়াবে। সম্পত্তি থাকতেও ভোগ করতে পারবে না, জীবন চালাতে পারবে না, এটা হতে পারে না।"

 

উনি বলেন সকলের কল্যাণেই ওনার সরকার কাজ করছে।

 

আর শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিজেও সব সময় হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষদের পাশে দাঁড়ান।