Bangladesh

চলে গেলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক

চলে গেলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক

| | 27 Sep 2016, 12:19 pm
ঢাকা, সেপ্টেম্বর ২৭- তাঁর সকল ভক্তদের কাঁদিয়ে, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান।

 

ফুসফুসের ক‌্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উনি।

 

বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন উনি।

 

লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালেও বেশ কিছুদিন ্চিকিতশাধিন ছিলেন উনি।

 

তবে দেশে ফেরার পর থেকে লেখক  ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।


ওনার মরদেহ গুলশানে নিজ বাড়িতে ইয়ে যাওয়া হয়েছে।

 

সেখান থেকে  হাসপাতালের হিমঘরে রাতে রাখা হবে দেহ।

 

আগামীকাল চ্যানেল আই কার্যালয়ে ও বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে ওনার মরদেহ।

 

কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের মরদেহ রাখা হবে সাধারণ মানুষ যাতে ওনাকে শ্রদ্ধা জানাতে পারেন।

 

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত লেখক।

 

ছোটগল্প, কবিতা, উপন্যাস, কাব্যনাট্য, শিশুসাহিত্য, নাটক, প্রবন্ধ সাহিত্যের সব দিকেই  নিজের লেখার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন উনি ।

 

ওনার হাত দিয়ে বেরিয়েছিল ‘নিষিদ্ধ লোবান’, ‘খেলা রাম খেলে যা’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’ মতন লেখা।