Bangladesh

বয়লার বিস্ফোরণঃ ২৬ মৃত

বয়লার বিস্ফোরণঃ ২৬ মৃত

| | 10 Sep 2016, 07:03 am
ঢাকা, সেপ্টেম্বর ১০- গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে তাতে মৃতের সংখ্যা ২৬ শে দাঁড়িয়েছে, হাসপাতালের সুত্রে শনিবার জানা গেছে।

এই আগুনের ঘটনায় অর্ধশতাধিক ব্যাক্তি প্রাণ হারিয়েছেন।

 

পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার অংশ অনেকটাই আগুনের জন্য ধসে পড়েছে।

 

এখনও অনেক জায়গায় আগুণ ছড়িয়ে আছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুণ নিয়ন্ত্রণে আনবার জন্য চেষ্টা করছে।

 

আহতদের চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আগুণ নেভানোর পাশাপাশি, আটক ব্যাক্তিদের উদ্ধারের কাজ চলছে।

 

নিহত ব্যাক্তিদের যাদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া গেছে তারা হলেন- সুভাষ চন্দ্র, ইদ্রিস আলী, আল মামুন, নয়ন মিয়া, মামুন, মো. জয়নুল, আনোয়ার হোসেন, রফিক, মো. হোসেন , গোপাল দাস, এনামুল হক , মাইনুদ্দিন ও রেদওয়ান, মো. রাশেদ , হান্নান , জাহাঙ্গীর , রাজেশ ,শংক্‌র, ওহিদুজ্জামান, দেলওয়ার হোসেন ও আনোয়ার হোসেন।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন যে ভবনটির অবস্থা এখন ঝুঁকিপূর্ণ।

 

উনি আশঙ্কা করছেন যে ভবনটির ভেতরে আরও লাশ থাকতে পারে।

 

এই ঘটনার জন্য একটি তদন্তে কমিটি  গঠন করা হয়েছে।

 

এই ঘটনায় নিহতদের জন্য গভিরভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।