Bangladesh

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে তা সুন্দরবনের ক্ষতি করবে নাঃ হাসিনা

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে তা সুন্দরবনের ক্ষতি করবে নাঃ হাসিনা

| | 27 Aug 2016, 02:24 pm
ঢাকা, আগস্ট ২৭- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে শনিবার বলেছেন যে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে ও তাঁর জন্য সুন্দরবনের ক্ষতি হবে না।

উনি বলেন এই পদক্ষেপটি ওনার সরকার নিচ্ছে দেশের উন্নয়নের জন্য।

 

"দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য যা কিছু ভালো মনে হবে, আমি সেগুলো করবই," হাসিনা আজ সনবাদ সম্মেলনে বলেন।

 


উনি এই কেন্দ্রটিকে বাতিলের দাবি নাকচ করে দেন।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুদিন আগে এই কেন্দ্রের বাতিলের দাবি করেছিলেন।

 

তবে এই বিষয়, জিয়ার দেওয়া বক্তব্য ও তথ্যগুলিকে সঠিক নয় বলে উল্লেখ করেন হাসিনা।

 

হাসিনা বলেনঃ "“আসলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা নেওয়া হয়েছে ৯১৫ একর। এর মধ্যে ৪৬৫ একরে মূল বিদ্যুৎ কেন্দ্র থাকবে। বাদবাকি জায়গায় সোলার প্যানেল বসবে এবং সবুজায়ন করা হবে।”

 

উনি আরও জানানঃ "এলাকাটিতে মানুষের কোনো স্থায়ী বসতি ছিল না। কোনো বসতি উচ্ছেদ করা হয়নি। নিচু, পতিত জমি মাটিভরাট করে উঁচু করা হয়েছে।”