Bangladesh

পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হল জঙ্গি আশফাককে

পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হল জঙ্গি আশফাককে

| | 02 May 2017, 11:11 am
ঢাকা, মে ২ঃ আজ পুলিশের হেফাজতে আজ দেশের এক আদালত পাঠিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান’ আশফাক উর রহমান অয়নকে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের ্জন্য পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে এই জঙ্গিকে।


ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই পুলিশের করা এক রিমান্ড আবেদনের শুনানির শেষে এই আদেশ দিয়েছেন।

 

সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল এই ব্যাক্তিকে।

 

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. মনিরুল ইসলাম আজ আদালতে হাজির করেছিলেন আশফাক উর রহমান অয়নকে।


১০ দিনের জন্য রিমান্ড চাওয়া হলেও, আদালত শুনানির শেষে ওনাকে পাছ দিনের রিমান্ডে পাঠান।

 

অয়নকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।