Bangladesh

জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন

জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন

| | 24 Aug 2017, 11:55 am
ঢাকা, আগস্ট ২৪ঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বঙ্গভবনে।

 

এই বৈঠকের পরে, এই বিষয় সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনঃ "সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং সেই সাথে দ্বিপ্ক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।”

 

জাপানি উন্নয়ন সংস্থা জাইকা গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি।

 

গত বছরে ঢাকার একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জাপানি নাগরিকের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।

 

জাপানি বিনিয়োগকারীদের এই দেশে বিনিয়োগ করবার জন্য আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

 

জাপানি নাগরিকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সন্তোষ প্রকাশ করেছেন মাসাতো ওয়াতানাবে।