Bangladesh

তারেকের বিরুদ্ধে জাড়ি হল গ্রেপ্তারি পরোয়ানা

তারেকের বিরুদ্ধে জাড়ি হল গ্রেপ্তারি পরোয়ানা

| | 23 Oct 2017, 07:45 am
ঢাকা, অক্টোবর ২৩ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, দেশের এক আদালত আজ তেজগাঁও থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আজকের এই আদেশটি দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

একুশে টিভির তৎকালীন (২০১৫) সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথীর ফারুকীদের নামেও

গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।


এই মামলার অভিযোগ গঠনের দিন হিসেবে রাখা হয়েছে আগামী ২০ নভেম্বর তারিখটি, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।
 যুবদল আগামীকাল এই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল ৮ জানুয়ারি ২০১৫ সালে।


তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন এই মামলাটি বাদী হয়ে করেছিলেন।
প্রসঙ্গত, রহমান ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে বক্তব্য দিয়েছিলেন।

সেই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়েছিল ইটিভিতে।

৬ তারিখে তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবার জন্য আবেদন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

অনুমতি পাওয়ার পরে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলাটি এনাদের বিরুদ্ধে করা হয়েছিল।