Bangladesh

রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশ আসবেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ

রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশ আসবেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ

| | 20 Oct 2017, 09:56 am
ঢাকা, অক্টোবর ২০ঃ বাংলাদেশের মাটিতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মানুষদের অবস্থা জানবার জন্য আগামী সপ্তাহে এই দেশে আসবেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

মিয়ানমারে দমন-পীড়নের মুখে বহু রোহিঙ্গা মানুষেরা এই দেশে পালিয়ে এসেছেন।


রানির দপ্তরের পক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে সোমবার রানি এই দেশে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলিতে যাবেন।

 

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইসিআর) পর্ষদ সদস্য এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলোর একজন দূত হিসেবে রানি রানিয়া আল আবদুল্লাহ বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে আসবেন ও সেখানে উপস্থিত নারী ও শিশুদের সাথে কথা বলেবেন।

 

উনি সেই সময় এই মানুষগুলির অভিজ্ঞতার কথা শুনবেন।

 

এই সফরে উনি আইসিআর, ইউএনএইচসিআর, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন।

 

রানি এই বিশেষ সফরের শেষে এক বিবৃতির মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানাবেন।

 

গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা মানুষ এই দেশে আশ্রয় নিয়েছেন।

 

তারা মিয়ানমারে সহিংসতার মুখে পরে এই দেশে পালিয়ে এসেছেন।