Bangladesh

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন বিদায়ী সাক্ষাৎ অরলেন রাষ্ট্রপতির সাথে

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন বিদায়ী সাক্ষাৎ অরলেন রাষ্ট্রপতির সাথে

| | 22 Aug 2017, 12:30 pm
ঢাকা, আগস্ট ২২ঃ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রদূত বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষাৎ এর শেষে সাংবাদিকদের বলেন যে মায়াদোনকে নিজের দায়িত্ব সাফল্যের সাথে পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।


"এসময় রাষ্ট্রপতি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। একই সাথে বাংলাদেশে বড় বৈদেশিক বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদার," উনি এই সাক্ষাৎ এর বিষয় তুলে ধরেন।

 

বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে এই সাক্ষাৎ এর সময় আশা করেন বলে জানিয়েছেন হামিদ।

 

রাষ্ট্রদূত সকল সহায়তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।