Bangladesh

3 gets jailed for terrorism related activity

3 gets jailed for terrorism related activity

Bangladesh Live News | @banglalivenews | 13 Aug 2018, 09:24 am
ঢাকা, আগস্ট ১৩ঃ দেশের এক আদালত আজ শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে।

সাজাপ্রাপ্ত এই তিন ব্যাক্তি হলেন  আবু মাসুম ওরফে মাসুম বিল্লাহ (৩০), পূর্ব চাঁদগাঁও গ্রামের দেলোয়ার হোসেন (২৫) ও রবিউল ইসলাম (২০)। 

 

আজকের আদেশটি দিয়েছেন শেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এম এ নূর।

 

এর পাশাপাশি, আদালত এই ব্যাক্তিদের ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে।

 

দেলোয়ার ও রবিউল  আজ আদালতে উপস্থিত ছিলেন।

 

মাসুম এই মুহূর্তে পলাতক আছেন।

 

আদালত ছয়জনকে অভিযোগ প্রমানিত না হওয়ার ফলে খালাস দিয়েছে।

 

হাফিজুর রহমান (২৫), রুবেল মিয়া (২৫), মিজানুর রহমান (৩০), মাহফুজুর রহমান (২৮), হৃদয় মিয়া (৩০) ও রসুল মিয়া (২৭) হলেন এই ছয় ব্যাক্তি।