Bangladesh

ভুটান সফর শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভুটান সফর শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| | 18 Apr 2017, 10:37 am
থিম্পু, এপ্রিল ১৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভুটানে পৌঁছেছেন।

তিন দিনের জন্য এই সফরে গেছেন হাসিনা।

 

সফর শুরু করে, বেলা ১১টা ৩৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শেখ হাসিনা পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

সেইখানে ওনাকে স্বাগত জানান ভুটানে প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 

বিমানবন্দরে উপস্থিত ছিলেন থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী।

 

লাল গালিচা সংবধর্না এবং গার্ড অফ অনার দিয়ে হাসিনাকে সম্মান জানান সেই দেশের নেতা।

 

ভুটানের ঐতিহ্যবাহী উত্তরীয় উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

 

ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ও রানি জেটসান পেমার সাথেও হাসিনার সাক্ষাৎ করবার কথা আছে।

 


পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সোমবার সাংবাদিকদের বলেন যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষীক বৈঠকে নেতৃত্ব দেবেন হাসিনা।

 

ভারত সফর থেকে ফিরে ভুটানে যাচ্ছেন হাসিনা।


বাংলাদেশ এই প্রধানমন্ত্রীর সফরের সময় ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।


এই সফরের সময় থিম্পুর রয়্যাল ব্যাঙ্কোয়েট হলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে হাসিনার।