Bangladesh

নিয়ন্ত্রণে এসেছে জঙ্গিবাদঃ কামাল

নিয়ন্ত্রণে এসেছে জঙ্গিবাদঃ কামাল

| | 16 Mar 2017, 07:40 am
ঢাকা, মার্চ ১৬ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার জানিয়েছেন যে দেশে সন্ত্রাসে ও জঙ্গিবাদের মত সমস্যা নিয়ন্ত্রণে এসেছে।
তব্র উনি সতর্ক করে জানিয়েছেন যে এই সমস্যাগুলি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।


মন্ত্রণালয়ে নিজ কার‌্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় উনি এই কথাগুলি বলেছেন।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা গেছে, তবে সম্পূর্ণ নির্মূল হয়নি," মন্ত্রী বলেন।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জানিয়েছেন যে ওনার সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশের মাটিতে এই সমস্ত সমস্যার স্থান হবে না, বলেন উনি।

"এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব," প্রধানমন্ত্রী বলেন।

এই দেশের মানুষেরা যাতে  সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায় তার জন্য জনমত গড়ে তোলার উপরে জোড় দিয়েছেন হাসিনা।

প্রধানমন্ত্রী এই সমস্ত মন্তব্য ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার বিজ্ঞানী, গবেষক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি (এনসিটি) ফেলোশিপ এবং বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে নিজের বক্তৃতা দেওয়ার সময় বলেছেন।

হাসিনা বলেনঃ " জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি। এর বিরুদ্ধে সবাইকে জনমত সৃষ্টি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।"

উনি বলেনঃ "জঙ্গিবাদ-সন্ত্রাসের সঙ্গে যেন না জড়ায়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানাচ্ছি।"