Bangladesh

বালাট সফরে গেলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

বালাট সফরে গেলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

| | 09 Mar 2018, 10:45 pm
ঢাকা, মার্চ ১০ঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভারতের বালাট অঞ্চলের সফরে গেছিলেন।

এই অঞ্চলে হামিদ মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছিলেন।


মেঘালয়ের এই অঞ্চলে সফরে গিয়ে হামিদ যুদ্ধদিনের নানা ঘটনা স্মরণ করেছেন।


এই অঞ্চলে মানুষ বহু ত্যাগ স্বীকার করেছেন, মনে করিয়ে দেন হামিদ।

 

হামিদ বলেন এই অঞ্চলে আসা ওনার দায়িত্বের মধ্যে ছিল।

 

বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছিলেন হামিদ।

 

বালাটেই ‘ইয়ুথ রিসেপশন ক্যাম্প’ গড়া হয়েছিল ও তার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হামিদ।

 

সেই সময় বাংলাদেশের যে তরুণেরা এই  মেঘালয়ের গুমাঘাট, মৈলাম ও বালাট অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন তাদের  মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সংগঠিত করেছিলেন হামিদ।

 

শুক্রবার আসম থেকে  ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বালাট পৌঁছান হামিদ।

 

বালাটের যে বাড়িতে ১৯৭১ সালে উনি ছিলেন সেই বাড়ি পরিদর্শন করেছেন হামিদ।

 

সাংবাদিকদের হামিদ বলেনঃ "মুক্তিযুদ্ধের সময় তারা (বালাট অঞ্চলের মানুষ) অনেক ত্যাগ স্বীকার করেছে। প্রায় ১০ লাখ মানুষকে তারা আশ্রয় দিয়েছে। নিজেরা কষ্ট স্বীকার করেছে।” 

 

“মুক্তিযুদ্ধের ১০ বছরের মধ্যে আসতে পারলে ওই সময়ের অনেকের সাথে দেখা হতে পারত। সমাজে ওই সময় প্রতিষ্ঠিত যারা ছিল, তারা এখন বেঁচে নেই। যেখান থেকে সাহায্য পেয়েছি, সেখানে এত বছর পরেও আসতে পারাটা আমার জন্য মানসিক শান্তির। অনেক স্মৃতি এখানে," হামিদ বলেন।

 

ভারতে বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেওয়ার জন্য সফরে এসেছেন হামিদ।

 

এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নিউ দিল্লিতে।

 

নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।