Bangladesh

বাংলাদেশ সফরে এলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

বাংলাদেশ সফরে এলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

| | 27 Jan 2018, 08:59 am
ঢাকা, জানুয়ারি ২৭ঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শনিবার বাংলাদেশ সফরে এসেছেন।

ফুলেল শুভেচ্ছা আর তোপধ্বনির উষ্ণ অভ্যর্থনার মাঝে এই দেশে আসেন উনি।


ওনার সফরসঙ্গি হিসেবে এসেছেন ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদো।


দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন উনি।

 

এখানে উনি রোহিঙ্গাদের অবস্থান দেখতে এসেছেন।

 

শনিবার বিকাল পৌনে ৪টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওনারা।

 

বিমানবন্দরে ওনাদের অভ্যর্থনা জানান  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।

 

২১ বার তোপধ্বনির মাধ্যমে বিমানবন্দর থেকে নেমে আসার সময় এই দুই অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।

 

তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার মাধ্যমে স্বাগত জানানো হয় প্রেসিডেন্টকে।

 

গার্ড পরিদর্শন করেন উনি।

 

এই মুহূর্তে আজকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

 

এই সফরের সময় ইন্দোনেশিয়ার নেতা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন।

 

ওনার সাথে রোববার বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

সেইদিনেই কক্সবাজার সফরে যাবেন উনি।