Bangladesh

দুর্নীতির ধারণাসূচকে উন্নতির পথে বাংলাদেশ

দুর্নীতির ধারণাসূচকে উন্নতির পথে বাংলাদেশ

| | 22 Feb 2018, 05:47 am
ঢাকা, ফেব্রুয়ারি ২২ঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) নিজেদের সূচকে জানিয়েছেন যে বাংলাদেশে তুলনামূলকভাবে আগের থেকে দুর্নীতি কমেছে।

বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে  দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৭ নম্বর স্থানে।

 

এই দেশের গত বছরে এই তালিকায় স্থান ছিল ১৫ নম্বরে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজ ঢাকায় এক অনুষ্ঠানে  দুর্নীতির ধারণা সূচক ২০১৭  তুলে ধরেন।

 

এইবার সূচকে শীর্ষ স্থানে আছে সোমালিয়া।

 

১০০–তে ৮৯ স্কোর নিয়ে সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল নিউ জিল্যান্ড।

 

গুয়াতেমালা, কেনিয়া, লেবানন ও মৌরতানিয়া বাংলাদেশের সাথে এই বচন্র এক স্থানে রয়েছে।

 

দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে অবশ্য এই তালিকায় বাংলাদেশের স্থান হল দ্বিতীয়।

 

প্রথম স্থানে আছে  আফগানিস্তান।

 

এই সূচকে গণ্য করা হয়েছে মোট ১৮০ টি দেশ।

 

ভারত ৮১ (স্কোর ৪০), শ্রীলঙ্কা ৯১ (স্কোর ৩৮), মালদ্বীপ ১১২ (স্কোর ৩৩), পাকিস্তান ১১৭ (৩২), নেপাল ১২২ (স্কোর ৩১) এবং যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ১৭৭তম (স্কোর ১৫) এই স্থানগুলিতে আছে  দক্ষিণ এশিয়ার দেশগুলি।

 

আগামীদিনে আরও উন্নতির আশা প্রকাশ করে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান  সাংবাদিকদের বলেনঃ"আমাদের এগিয়ে যাওয়া কিছুটা উর্ধ্বগামী হলেও সেটা স্থায়িত্বশীল ও দ্রুত নয়।”