Bangladesh

মহান স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশ

| | 26 Mar 2014, 05:33 am
ঢাকা, মার্চ ২৬: রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সারা বাংলাদেশ বুধবার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ১৯৭১-এ নিজেদের প্রাণের বলি দেয়।

 হামিদ ও হাসিনা ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল ছয়টা নাগাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

তাঁরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 

সাথে সাথে শিঙ্গা বেজে ওঠে ও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী রাষ্ট্র অভিবাদন উপস্থাপন করে। 

আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাসিনা তাঁর দলের তরফ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 
হাসিনার পুত্র ও আওয়ামী লীগ নেতা সজীব ওয়াজেদ জয় বুধবার বাংলাদেশীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
 
"আজ আমাদের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন," জয় তাঁর ফেসবুক পেজে লেখেন। 
 
"এই দিনে পাকিস্তানী আর্মি তাদের দোসর জামায়াত-ই-ইসলামীর সহযোগীতায় এদেশের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবিদের হত্যা করতে হামলা চালায়। আমি খুবই গর্বিত যে, বঙ্গবন্ধুর দল, বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩ বছর পর সেই দোসর ও হত্যাকারীদের বিচার করছে," তিনি বলেন।  

এর মধ্যে, এক বোমা হামলায় বিএনপির এক কর্মীর মৃত্যু হয় ও তিনজন আহত হন যখন তারা বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান।
 
মৃতের নাম আসাদুজ্জামান সুজন, ২৫।
 
 শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে অনেক মানুষ শহীদ মিনারে একত্রিত হয়েছিল তাদের শ্রদ্ধা অর্পণ করার জন্য। যখন আওয়ামী লীগের কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করছিলেন, তখন হঠাৎ দুটি হাতবোমা বিস্ফোরিত হয় মিনারের কাছে। 
 
এই হামলায়, চারজন বিএনপি কর্মী, যারা আওয়ামী লীগ কর্মীদের পিছনে দাঁড়িয়েছিলেন, তারা আহত হন।
 
আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সুজনের অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোররাত দুটো নাগাদ সুজন মারা যান।
 
আহত বিএনপি কর্মীরা হলেন - আবুল বাশার, ৩৬, নুরুল ইসলাম, ৪০, ও তৌফিক, ২৫।