Bangladesh

দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করল আদালত

দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করল আদালত

| | 12 Oct 2017, 06:44 am
ঢাকা, অক্টোবর ১২ঃ দেশের এক আদালত বৃহস্পতিবার দুর্নীতি ও জাতীয় পতাকার মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করেছে।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির হয়নি আজ জিয়া।


তারপরে, ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করেন।

একই কারণে আরেকটি মামলাতেও ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করে আদালত।

গত কিছু দিন ধরেই লন্ডনে উনি অবস্থানরত আছেন।

 কুমিল্লার একটি আদালতে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে মারার অভিযোগে বিচার শুরু হয়েছে।

এই ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধেও আদালতে বিচার শুরু হয়েছে।

 

খালেদা জিয়া ও ৭৭ জনের বিরুদ্ধে আদালত তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

 

কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের আদালতে এই মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে।


২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনায় আটজন নিহত হন।
 

এই ঘটনায় মামলা করা হয়েছে।