Bangladesh

বাংলাদেশের জন্যই আজ রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক ইস্যু, মনে করেন হাসিনা

বাংলাদেশের জন্যই আজ রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক ইস্যু, মনে করেন হাসিনা

| | 07 Oct 2017, 05:41 am
ঢাকা, অক্টোবর ৭ঃ বিদেশ সফর থেকে বাংলাদেশে ফিরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন যে ওনার দেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কারণে আন্তর্জাতিক অঙ্গনও তাদের পাশে এসে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী এই সমস্যা নিরসনের জন্য বিভিন্ন আলোচনা চলছে।

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে  হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।

দুই দেশের সফর শেষ করে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আজ দেশের রাজপথে নেমে তাদের নেত্রীকে সংবর্ধনা জানান।


রাজধানীর পথে তারা আজ নেমেছিলেন হাসিনাকে দেশে স্বাগত জানাবার জন্য।

হাসিনার দল আওয়ামী লীগ নেত্রীকে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত এবং এই সঙ্কটের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের জন্য সংবর্ধনা দেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের পাশে দাঁড়িয়ে, হাসিনা গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তৃতায় রোহিঙ্গা সঙ্কট অবসানে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান হাসিনা।

উনি লন্ডন থেকে দেশে এসেছেন।

সেখানে প্রথমে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দস্থানে এক অনুষ্ঠানে, ভিভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ‘বিপন্ন মানবতার বাতিঘর’ অভিহিত করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে হাসিনাকে শুভেচ্ছা জানান।

 ১৪ দলের পক্ষ থেকেও নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিশিষ্ট ব্যাক্তিরাও হাসিনাকে এই সময় শুভেচ্ছা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে গেছিলেন হাসিনা।

 

সেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন উনি।


সব শেষে,  ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান হাসিনা