Bangladesh

তেঁতুলিয়াতে রেকর্ড শীত, দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়াতে রেকর্ড শীত, দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা

| | 08 Jan 2018, 07:15 am
ঢাকা, জানুয়ারি ৮ঃ দেশ জুড়ে চলছে তীব্র শীতের আমেজ আর সেই মতে উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্য প্রবাহের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া অঞ্চলে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

বহু রেকর্ড ভেঙ্গে গেছে এই জায়গায় শীতে তাপমাত্রা এতটা পরিমাণ নেমে যাওয়ায়।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ার ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস মাত্রাটি ছিল দেশে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ।

 

এই জায়গাটির পাশাপাশি বেশ কিছু অঞ্চলে পারাদ নেমেছে যেমন নীলফামারীর সৈয়দপুরে ২ দশমিক ৯ ডিগ্রি, ডিমলায় ছিল ৩ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৩ দশমিক ১, দিনাজপুরে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

তবে, রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর সুত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে দেশের মাটিতে গত কিছু বছরে পারদ ৩ ডিগ্রির নিচে নামার উদাহরণ নেই।

 

রাজশাহী, পাবনা, দিনাজপুর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে তীব্র শিশৈত্য প্রবাহ ব্যে যাচ্ছে, জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

 

প্রসঙ্গত, তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নামলে তীব্র শৈত্য প্রবাহ অবস্থান হিসেবে ধরা হয়।