Bangladesh

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিত্তবান মানুষদের আহ্বান করলেন হাসিনা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিত্তবান মানুষদের আহ্বান করলেন হাসিনা

| | 24 Aug 2017, 11:40 am
ঢাকা, আগস্ট ২৪ঃ দেশের বিত্তবান মানুষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন।

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এই কথাগুলি বলেছেন।

 

বিত্তশালীদের উদ্দেশে হাসিনা বলেনঃ "আমি আশা করি, আমাদের বিত্তশালীরা এই দুর্গত মানুষের সেবায় পাশে দাঁড়াবে।”

 

এই বছর চলা বন্যায় এখনও পর্যন্ত দেশের ৩২ জেলার প্রায় পৌনে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

এখনও পর্যন্ত ১৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

 

দেশের ফসলেরও বন্যার ফলে ক্ষতি হয়েছে।

 

"ফসলের বেশ ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদী ভাঙায় অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে," হাসিনা বলেন।

 

দেশের মানুষের পাশে সরকার আছে এই বিষয় উনি আবার তুলে ধরেছেন।

 

"যাদের জমিজমা চলে যাচ্ছে, ঘরবাড়ি চলে যাচ্ছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া.. তাদেরকে আবার পুনর্বাসন করা এবং পানিটা নামার সাথে সাথে তারা যেন চাষাবাদ করতে পারে; সে ব্যবস্থা করা…সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি, সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি, ত্রাণ পাঠাচ্ছি,” হাসিনা বলেন।