Bangladesh

বিদ্যুতের অপচয় করবেন নাঃ হাসিনা

বিদ্যুতের অপচয় করবেন নাঃ হাসিনা

| | 25 May 2013, 02:30 pm
ঢাকা, ডিসেম্বর ২: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিদ্যুতের ব্যাপারে মিতব্যায়ি হতে।

 তিনি বলেন বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে বিদ্যুৎ সঞ্চয়ও সমান গুরুত্বপূর্ণ।

 
"আমি দেশের সব মানুষের কাছে আবেদন করছি - দয়া করে বিদ্যুতের অপচয় করবেন না, ভেবেচিন্তে বিদ্যুৎ খরচা করুন," হাসিনা বলেন।
 
তিনি রবিবার কেরানিগঞ্জে একটি ১০০ মেগা ওয়াটের কুইক রেন্টাল বিদ্যুৎ শক্তি উত্পাদনের কারখানার উদ্বোধন করেন।
 
হাসিনা বলেন প্রতি বছর সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক টাকা খরচা করে, সুতরাং এর সঞ্চয় করতে জনচেতনা জাগ্রিত করার প্রয়োজন আছে।
 
"বিদ্যুতের বাছবিচারহীন ব্যবহার ঠিক নয়। প্রতি বছর আমাদের অনেক টাকা এই ক্ষেত্রে খরচ করতে হয়," তিনি বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন গত চার বছরে সরকার সব ক্ষেত্রে, বিশেষত বিদ্যুৎ উৎপাদনে, অনেক উন্নতি করেছে। "ছন্নছাড়া পাওয়ার সিস্টেম ঠিক করতে আমরা প্রথমে স্বল্প, পরে মাঝারি ও তারপর দীর্ঘ মেয়াদী প্রোগ্রাম চালু করি। রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের প্রতিষ্ঠার পাশাপাশি পুরনো বিদ্যুৎ শক্তি উত্পাদনের কারখানাগুলিরও মেরামত করাকে সরকার সমান গুরুত্ব দিয়েছে," হাসিনা বলেন।
 
"আমরা বেসরকারি বিনিয়োগ আনার চেষ্টা করেছি ও বড়, বড় পাওয়ার প্লান্টের স্বপ্নও বাস্তবায়িত করেছি।"
 
হাসিনা বলেন ইতিমধ্যেই সরকারী ও বেসরকারি ক্ষেত্র থেকে আট বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে।