Bangladesh

 বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হবে নাঃ খালেদা জিয়া

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হবে নাঃ খালেদা জিয়া

| | 02 Jan 2018, 09:23 pm
ঢাকা, জানুয়ারি ৩ঃ বি এন পি নেত্রী খালেদা জিয়া বলেছেন যে ওনার দলকে ফেলে একাদশ জাতীয় নির্বাচন করা যাবে না।

মঙ্গলবার ছাত্র দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসনএই বক্তব্যগুলি রেখেছেন।

 

"আমরা নির্বাচনী দল, আমরা নির্বাচন করব। বাইরে রাখতে চাইলেই রাখা যাবে না। নির্বাচন করব আমরা," জিয়া বলেন।

 

নির্দলীয় সরকারের অধীনে ওই নির্বাচনের জন্য দাবি আবার একবার জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

 

"আপনারা (সরকার) যদি মনে করেন, আমাদের লোকজন ধরে নিয়ে যাবেন। তারপর নির্বাচন ঘোষণা করবেন, সেটা আর হবে না। ২০১৪ সালের মতো নির্বাচন আর হবে না। এই দেশে নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে," জিয়া বলেন।

 

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হবে না।

 

উনি বলেনঃ "বিএনপি সবচেয়ে বড় দল, তাকে (বিএনপি) বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। কারণ সারা পৃথিবী বুঝে গেছে যে, হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, হবে না।”

 

২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করবার ফলে বিএনপি সংসদের বাইওরে চলে যায়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনে হয়েছিল ২০১৪ সালের নির্বাচন।

 

জিয়া শেখ হাসিনা ও ওনার সরকারকে হামলা করে বলেন যে তারা  ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়’।

 

"ভোটে নির্বাচিত নয় বলেই তাদের অধীনে নির্বাচন হতে পারে না। আজকে সংসদ বলে কিছু নাই। হাসিনারা ক্ষমতায় থাকার জন্য সংসদ রেখে নির্বাচনের ব্যবস্থা করেছিল। ২০১৪ সালে নির্বাচনে এরা তো ভোটই পায় নাই, এরা সংসদে থাকার যোগ্য নয়। কাজেই সংসদ ভেঙে দিয়েই নির্বাচন দিতে হবে। এই সংসদ রেখে নির্বাচন হবে না," জিয়া বলেন।

 

উনি আরও বলেন যে হাসিনার নেতৃত্বে দেশ পিছিয়ে যাচ্ছে।

 

"এক ব্যক্তির শাসনে তো এদেশে চলতে পারে না," জিয়া বলেন।

 

"যে অত্যাচারী পাকিস্তানিরা করেছে, তার চেয়ে বেশি গুণ অত্যাচার করছে হাসিনার সরকার," উনি বলেন।

 

জিয়া বলেন আওয়ামী লীগের আম্লের পদ্মা সেতু হবে না।

 

"এখন তারা পদ্মাসেতুর স্বপ্ন দেখাচ্ছে। আওয়ামী লীগের আমলে এই সেতু হবে না। কোন একটা যদি জোড়াতালি বানায় সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে," উনি বলেন।

 

অন্যদিকে, দেশের এক আদালত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘পলাতক’ ৫৫ আসামির বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগম এই মামলায় ৭৮ জনকে আসামি করে পুলিশের দেওয়া অভিযোগপত্র  গ্রহণ করেছে।

 

বেগম মঙ্গলবার গ্রেপ্তারের পরোয়ানা জারি কবার আদেশ দিয়েছেন।

 

এর আগে কুমিল্লা আদালত গত ৯ অক্টোবর খালেদাসহ ৪৬ জনের বিরুদ্ধে এই ঘটনায় বিস্ফোরক আইনের মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

 

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি সমাবেশ করতে বাধা  পাওয়ার পরে নিজের  দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থাতেই জিয়া দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছিলেন।

 

হরতাল চলেছিল ৯০ দিন।

 

অগ্নিদগ্ধ হয়ে এই সময় মারা গেছিলেন বহু মানুষ।

 

পুড়েছিল বহু গাড়ি।

 

সেই সময় নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে অসংখ্য মামলা করা হয়েছিল।

 

খালেদাকে হুকুমের আসামি করা হয়েছিল বেশ কিছু মামলায়।

 

কুমিল্লা এর মামলাটি তার মধ্যেই একটি।


--
sh