Bangladesh

‘প্রেস দিবসের’ প্রস্তাব যাবে মন্ত্রিপরিষদে, জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

‘প্রেস দিবসের’ প্রস্তাব যাবে মন্ত্রিপরিষদে, জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

| | 27 Feb 2018, 05:34 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৭ঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে সাংবাদিকদের জন্য ১৪ ফেব্রুয়ারি ‘প্রেস দিবস’ পালনের প্রস্তাবটি আগামী দিনে মন্ত্রিপরিষদে তোলা হবে।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ এর আলোচনায় নিজের বক্তব্য রাখার সময় উনি এই মন্তব্যটি করেন।

 

ইনু বলেনঃ " শেখ হাসিনা সরকার পোষ্য গণমাধ্যম নয়, উন্নয়নে সক্রিয় ও  সমালোচনায় মুখর গণমাধ্যম চায়।"

 

" পোষ্য গণমাধ্যম গণতন্ত্রকে কবর দেয়," উনি বলেন।

 

ইনু আরও বলেনঃ " সাংবাদিকদের জন্য একটি দিবস করার ব্যাপারেও আলোচনা চলছে। ১৪ ফেব্রুয়ারি সাংবাদিকদের জন্য প্রেস দিবস করার বিষয়টি মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে।"

 

উনি বলেন  দেশের সরকার গণতন্ত্রে বিশ্বাস রাখেন।

 

উনি আরও বলেনঃ " ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে ব্যক্তিগতভাবে অথবা লিখিতভাবে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেন। এই আইন নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে।"