Bangladesh

বাংলাদেশ সফরে আসছেন কেরি

বাংলাদেশ সফরে আসছেন কেরি

| | 25 Aug 2016, 03:43 am
ঢাকা, আগস্ট ২৫- আগামি আগস্ট ২৯ তারিখে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মার্কিন সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে এই সফরে উনি এসে বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করবেন।


সেই বৈঠকের সময় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়গুলি নিয়েও কথা হবে।

 " এই সফরে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেবেন উনি," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে এই প্রথমবার কেরি বাংলাদেশ সফরে আসবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই বিষয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই দেশের সরকার কেরির সফরে আসছেন বলে 'আনন্দিত'।

প্রসঙ্গত,  গত মাসে গুলশান হামলার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি।

 
এই হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন প্রান হারান।

বাংলাদেশ সসফরের শেষে, কেরি ভারতে যাবেন।