Bangladesh

পানি বাঁচাওঃ পৃথিবীকে বলেন হাসিনা

পানি বাঁচাওঃ পৃথিবীকে বলেন হাসিনা

| | 31 Mar 2017, 09:16 am
ঢাকা, ডিসেম্বর ৬ঃ যে নেতৃত্ব দিতে পারে সেই হয় ওঠে নেতা। একটি জাতিকে যে ভাবে লড়াই করে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন একজন মানুষ।

শুধু রাজনীতি ও ক্ষমতায় থাকার জন্য নেশা নেই।

 

পুরো জাতির উন্নয়নের জন্য ভাবেন উনি।


আর শুধু দেশ না, পারলে অন্য দেশের নেতাদেরও পৃথিবীর বিভিন্ন সমস্যার বিরুদ্ধে লড়বার জন্য আহ্বান করেন উনি।

 

এই মানুষটির নাম শেখ হাসিনা।

 

কিছুদিন আগে, তিনি গেছিলেন দেশের বাইরে।

 

হাঙ্গেরি সফরে গিয়েও, বিশ্বনেতাদের কাছে তুলে ধরেন গুরুত্বপূর্ণ একটি বিষয়-পানি ও বাঁচানও।

 

হাসিনা পৃথিবীজুড়ে পানি নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা প্রস্তাব বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

 

পানি বাঁচানোর বিষয় বিশ্ব নেতাদের ঐক‌্যবদ্ধ হতেও আহ্বান করেছেন হাসিনা।

 

হাঙ্গেরিতে আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস‌্য হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের বক্তব্য রাখার সময় এই কথাগুলি বলেছেন।

 

পানি নিরাপত্তাই এ পৃথিবীর মানুষের মর্যাদার্পূণ ও মঙ্গলময় জীবনের নিশ্চয়তা দিতে পারে," হাসিনা বলেন।


সবাইকে এই পথে একসাথে কাজ করতে আহ্বান করেন হাসিনা।

 

এই বক্তব্য শুধু তুলে ধ্রাই উদ্দেশ্য না, উনি চেষ্টা করেছেন বাংলাদেশকে শক্তিশালী এক দেশ হিসেবে তুলে ধরতে।

 

পৃথিবীর বুকে যে এই ছোট দেশটি তাঁর নেত্রীর হাত ধরে পৃথিবীর গুরুত্ব বিষয় নিয়ে ভাবছে ও লড়ছে, তাও একবার পরিষ্কার করে দেন উনি।

 

Image: Santabanta.com