Bangladesh

বৃষ্টির জলে, রক্তে ঢাকায় সমস্যা

বৃষ্টির জলে, রক্তে ঢাকায় সমস্যা

| | 13 Sep 2016, 02:24 pm
ঢাকা, সেপ্টেম্বর ১৩- সকাল থেকে টানা বৃষ্টির মাঝে আজ বাংলাদেশ জুড়ে কোরবানির ঈদ পালন হয়েছে।

তবে বৃষ্টির মাঝে এক নতুন সমস্যা দেখা দিল ঢাকায়।

 

পশু কোরবানির স্থান নিয়ে হয় এক অদ্ভুত সমস্যা।


একে তো ঢাকায় বেশকিছু এলাকায় পানি উঠে যায়, তারপরে পশুর রক্ত ও বর্জ্য গিয়ে রাস্তার পানিতে মিশে বেশ মুশকিল হয়েছে মানুষের।

 

বৃষ্টি ও পানি ওঠার কারণে, বহু মানুষ পশু জবাইসহ আনুষাঙ্গিক কাজকর্ম সেরেছেন সড়কে।

 

সব মিলিয়ে বেশ মুশকিলের মাঝেই পরেছিল আজ মানুষ।

 

বাংলাদেশের এক সাংবাদিক বুলবুল এহসান নিজের ফেসবুক পেজে লিখেছেনঃ "কোরবানীর পশুর রক্ত আর বৃষ্টির জলে একাকার রাজধানীর রাজপথ । সকাল সাড়ে দশটায় নয়াপল্টন এলাকার ছবি । ১৩.০৯.২০১৬।"
 

 

Image: Youtube video grab