Bangladesh

বাংলাদেশ হানা দিল ঘূর্ণিঝড় ‘রোয়ানু'

বাংলাদেশ হানা দিল ঘূর্ণিঝড় ‘রোয়ানু'

| | 21 May 2016, 10:07 am
ঢাকা, মে ২১- শনিবার বাংলাদেশের উপকূলে হানা দেয় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

তবে উপকূল অতিক্রম করার পর থেকেই বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে গেছে এই ঘূর্ণিঝড়।

 

এখন সেটি পরিণত হয়েছে স্থল নিম্নচাপে।

 

আবহাওয়া অধিদপ্তর ন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর জন্য নির্দেশ দিয়েছেন।

 

তবে, এই মুহূর্তে বন্ধ আছে চট্টগ্রাম বিমানবন্দর ও বন্দরের কার্যক্রম।

 

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার খবর পাওয়া গেছে সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলা থেকে।

 

কয়েক হাজার ঘরবাড়ি কক্সবাজারে প্লাবিত হয়েছে।

 

বরগুনায় বহু মানুষ পানিবন্দী  হয়েছেন।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় দেশে ঢোকার পরে বৃষ্টি ঝরাতে ঝরাতে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে গেছে।

 

এখনও পর্যন্ত, ঝড়ের প্রকোপে প্রবল বাতাসে গাছ ভেঙে ও বাড়িঘর বিধ্বস্ত দেশে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

চট্টগ্রাম, ভোলা ও পটুয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, চাঁদপুর, ঝালকাঠি, বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে এই ঝড়ের ফলে বহু ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি অনেক মানুষ আহত হয়েছেন, সংবাদ মাধ্যমে সুত্রে জানা গেছে।