Bangladesh

মিয়ানমারকে চাপ দিতে রোহিঙ্গা বিষয় সংসদে প্রস্তাব গ্রহণ

মিয়ানমারকে চাপ দিতে রোহিঙ্গা বিষয় সংসদে প্রস্তাব গ্রহণ

| | 11 Sep 2017, 12:05 pm
ঢাকা, সেপ্টেম্বর ১১ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, বাংলাদেশের সংসদে আজ রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিয়ে নিরাপদে বসবাস করার সুযোগ করে দিতে মিয়ানমারে উপর কূটনৈতিক চাপ দেওয়ার একটি প্রস্তাব পাস করা হয়েছে।

সোমবার দেশের জাতীয় সংসদে অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, মিয়ানমারে নিপীড়নের মুখে এই দফায় ৩ লাখের মতো রোহিঙ্গার পালিয়ে আসার প্রেক্ষাপটে আজকে এই প্রস্তাবটি গ্রহণ করে সংসদ।

 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজকে এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন।

 

সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই প্রস্থাবটি উপস্থাপন করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা এই বিষয় আলোচনায় অংশগ্রণ করেন।

 

সংসদ সদস্যরা মিয়ানমারকে এই মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেন।

 

এই বিষয় কথা বলতে গিয়ে,পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেনঃ “মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের জন্য সেইফ জোন করতে হবে। বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসন করতে হবে। কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে হবে।”

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতীগত নিপীড়নের শিকার হয়েছেন এই মানুষেরা।