Bangladesh

খালেদা জিয়ার মুক্তির দাবীতে আবার একবার কর্মসূচি ঘোষণা করল বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবীতে আবার একবার কর্মসূচি ঘোষণা করল বিএনপি

| | 15 Feb 2018, 04:43 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৫ঃ বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি করে ওনার দল বিক্ষোভসহ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

দুই দফা টানা কর্মসূচি শেষে দুই দিন বিরতি দিয়ে আবার নতুন করে কর্মসূচি আজ ঘোষণা করেছে দলটি।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আজকে বিএনপি এর নতুন কর্মসূচির ঘোষণা করেছেন।

 

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে  শনিবার দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, রোববার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেওয়া ও মঙ্গলবার ঢাকা মহানগর ছাড়া জেলা-মহানগরগুলোতে বিক্ষোভ-সমাবেশ।

 

মির্জা বলেনঃ “আমরা পরিস্কার করে বলছি, আমরা শান্তি চাই, আমরা কোনো সংঘাত চাই না।"

 

"আমরা দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করতে চাই, যে অবস্থার মধ্যে আমরা আগামী নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই অবস্থা তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি," উনি বলেন।

 

কড়া নিরাপত্তার মধ্যে, ফেব্রুয়ারি ৮ দেশের এক আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

 

এই রায়  দিয়েছেন পুরান বকশীবাজারে জনাকীর্ণ আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

 

রায়কে ঘিরে দেশজুড়ে ছিল টান টান উত্তেজনা।

 

দেশের বিভিন্ন প্রান্তে এই দিনকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

 

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের এই মামলায় আদালত দিয়েছেন  দশ বছরের কারাদণ্ড।

 

বিচারক এই মামলায় প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করেছে।

 

ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জিয়াকে।


--