Bangladesh

রোহিঙ্গাঃ ইইউ এর পদক্ষেপকে রাষ্ট্রপতির প্রশংসা

রোহিঙ্গাঃ ইইউ এর পদক্ষেপকে রাষ্ট্রপতির প্রশংসা

| | 17 Oct 2017, 11:49 am
ঢাকা, অক্টোবর ১৭ঃ রোহিঙ্গা সমস্যাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যে পদক্ষেপ নিয়েছেন তার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এই মানুষেরা যাতে নিজেদের দেশে ফিরে যেতে পারেন তার জন্য মিয়ানমারের উপরে চাপ অব্যাহত রাখতে আহ্বান করেন রাষ্ট্রপতি।


এই কথাগুলি রাষ্ট্রপতি আজ বাংলাদেশে নিযুক্ত ইইউর নতুন রাষ্ট্রদূত রেনসে টিরিংক বলেছেন।


উনি আজ বঙ্গভবনে নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতিকে দিতে যান।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন  যে রাষ্ট্রপতি ইইউর চাপ মিয়ানমারের উপরে অব্যাহত রাখার জন্য আহ্বান করেন।

 

এই ইইউকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বলে আখ্যা দেন হামিদ।

 

উনি বলেন যে ইইউর সহযোগিতা বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

 

ভবিষ্যতে এ সহায়তা আরও সম্প্রসারিত হবে বলেও আসা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

 

জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমিও আজ রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র জমা দিয়েছিলেন।


এই সময় রাষ্ট্রপতি জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে আখ্যা দিয়েছেন।

--