Bangladesh

প্রধানমন্ত্রীর আশংকা: আঘাত হানতে পারে করোনার সেকেন্ড ওয়েভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (পিআইডি ছবি)।

প্রধানমন্ত্রীর আশংকা: আঘাত হানতে পারে করোনার সেকেন্ড ওয়েভ

Bangladesh Live News | @banglalivenews | 17 Sep 2020, 12:03 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২০ : করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি দলের ত্যাগী নেতাদের নতুন কমিটিতে জায়গা দেওয়ার নির্দেশনা দেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত সরকার ও আওয়ামী লীগের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়। চলমান করোনা পরিস্থিতির আবার অবনতি হতে পারে এবং করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন।

 

এ সময় আওয়ামী লীগ নেতারা করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার জন্য দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা এবং মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশে বলেন, করোনা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে।,

 

দ্বিতীয় দফায় আবার বড় ধরনের আঘাত আসতে পারে। ইউরোপের কোনও কোনও দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে৷ এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য। করোনা পরিস্থিতির মধ্যে দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন, আগামীতেও যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সেভাবেই মানুষের পাশে থাকতে হবে। দলের নেতারাও করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।