Bangladesh

বাংলাদেশে কেরি, সাক্ষাৎ করলেন হাসিনার সাথে

বাংলাদেশে কেরি, সাক্ষাৎ করলেন হাসিনার সাথে

| | 29 Aug 2016, 06:42 am
ঢাকা, আগস্ট ২৯- সোমবার প্রথমবার বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।
সোমবার বেলা ১২টা ১০ মিনিটে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেত্রীর সাথে সাক্ষাৎ করতে যান। 


কেরিকে স্বাগত জানান হাসিনা।

এই সময় ওখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।

এই সাক্ষাৎ  এর সময় কেরির সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ জ‌্যেষ্ঠ কর্মকর্তারা।

সোমবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেরির উড়োজাহাজ পৌঁছায়।

অনাকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এখানে, উনি  বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেন।

হাসিনাকে ছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করেন কেরি।