Bangladesh

ইউএনও’র ওপর হামলা : আসামি রবিউল আবারও ৩ দিনের রিমান্ডে
রবিউলকে আদালতে তোলা হচ্ছে (ছবি : সংগৃহিত)।

ইউএনও’র ওপর হামলা : আসামি রবিউল আবারও ৩ দিনের রিমান্ডে

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2020, 01:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২০ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি করা একমাত্র আসামি রবিউল ইসলামকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ঘোড়াঘাট আমলি আদালত-৭ এর বিচারক আনজুমান আরা এই আদেশ প্রদান করেন। এর আগে আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি ওসি ইমাম জাফর বলেন, ৬ দিনের রিমান্ড শেষে আসামি রবিউলকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত যাবতীয় দিক বিবেচনা করে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করবো।

 

রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনও আবেদন দেইনি।

 

এর আগে রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট আমলি আদালত-৭-এ তোলা হয়। দীর্ঘ সময় শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। এ সময় পুলিশ জানায়, আসামি রবিউলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছেন তারা।

 

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিউল এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী সে নিজেই বলে জানিয়েছে। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে।

 

তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকাজে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন হওয়ায় প্রযুক্তির মাধ্যমে রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে।