Bangladesh

গাজীপুর কারখানায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১০০

গাজীপুর কারখানায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১০০

| | 23 Apr 2014, 05:08 am
ঢাকা, এপ্রিল ২৩: গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় ১০০জনের বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়ে যখন তারা ম্যানেজমেন্টের দেওয়া খাদ্য গ্রহণ করে।

 অসুস্থ শ্রমিকদের সারদাগঞ্জ সুলতান বাজারের জিএমএস ফ্যাক্টরি থেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার রাতে।

 
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান রাত আটটা নাগাদ প্রত্যেক শ্রমিককে এক টুকরো রুটি, একটি ডিম ও একটি কলা খেতে দেওয়া হয়।
 
কিন্তু খাওয়া সেরে কাজে ফেরার পরই শ্রমিকেরা বমি কোর্টে শুরু করে।
 
কারখানার ম্যানেজমেন্টের দল তাদের তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যায়।
 
অধিকাংশ শ্রমিককেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। কয়েকজন এখনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে।
 
ডাক্তারেরা জানান তারা সবাই বিপদের বাইরে।