Bangladesh

বিএনপি না এলে নির্বাচন আটকাবে নাঃ এরশাদ

বিএনপি না এলে নির্বাচন আটকাবে নাঃ এরশাদ

| | 02 Mar 2018, 04:47 am
ঢাকা, মার্চ ২ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ বলেছেন যে খালেদা জিয়ার বিএনপি নির্বাচনে না আসলে তা আটকাবে না।

সাংবাদিকদের উনি বলেনঃ " বিএনপি নির্বাচনে না গেলে তো নির্বাচন বন্ধ হবে না। তাদের না যাওয়ায় কিছুই যায়-আসে না। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি নির্বাচনে যায়, বিএনপি না গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।"

 

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগ করবার যে বিষয়টি তা এখনও শুধুই সময়ের অপেক্ষা, উনি বলেন।

 

রংপুর সার্কিট হাউসে  আজ উনি সাংবাদিকদের মুখোমুখি হন।

 

উনি বলেনঃ " প্রথমত, আমাদের কাউকেই মন্ত্রিসভায় নেওয়া ঠিক হয়নি। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সংসদে এ বিষয়ে সঠিক কথাটি বলেছেন। তবে সরকারি দলের সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করার বিষয়টি ছিল রাজনৈতিক কৌশল। তবে আমরা আর মন্ত্রিসভায় থাকতে চাই না।"

 

পদত্যাগের বিষয়টিতে উনি বলেনঃ "বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির যে তিন মন্ত্রী আছেন, আমিও মন্ত্রীর পদমর্যাদায় আছি, আমরা কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব। পদত্যাগ করার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।"

 

এই বছরের শেষেই হয়তো দেশে অনুষ্ঠিত হবে নির্বাচন।

Image: Wikimedia Commons