Bangladesh

মীর কাসেম আলীর ফাঁসিঃ সোমবার হরতালের ডাক দিল জামায়াত

মীর কাসেম আলীর ফাঁসিঃ সোমবার হরতালের ডাক দিল জামায়াত

| | 03 Sep 2016, 01:11 pm
ঢাকা, সেপ্টেম্বর ৩- সোমবার দেশে নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াত হরতালের ডাক দিয়েছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই হরতাল চলবে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত।

 


শনিবার দলের পক্ষ থেকে এই তথ্য  জানানো হয়েছে।

 


শনিবার রাতে জামায়াত নেতা মীর কাসেম আলীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

রাত ১০টা ৩৫ মিনিটে আলীর মৃত্যুদণ্ড গাজীপুরের কাশিমপুর কারাগারে কার্যকর করা হয়, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

এই নিয়ে মোট ষষ্ঠবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশের মাটিতে ফাঁসি কার্যকর করা হল।

 

কাশিমপুর কারাগারের  চারপাশে আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছিল।

 

আজকে বিকেলে আলীর পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে ওনার সাথে দেখা করে আসেন।

 


মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ রায়ে, দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছিল।

 

এই সিদ্ধান্তের পরে, ওনাকে দেওয়া ফাঁসির সাজাই বহাল থাকে।

 

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা করবার জন্য আগে আপিল করেছিলেন এই একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা।

 


এই রায়টি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।