Bangladesh

 হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

| | 25 Aug 2016, 03:37 am
ঢাকা, আগস্ট ২৫- দেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার দেশের মানুষকে আহ্বান করেন যে তারা যেন ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগান।

সকল ধর্মের মানুষদের উদ্দেশ্যে উনি বলেনঃ "ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এ দেশের মানুষের ধর্ম," রাষ্ট্রপতি বলেন।

 

উনি বলেনঃ "সমাজে বিদ্যমানভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য জন্য আমি দেশের সব ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানাই।”

 

এই কথাগুলি, উনি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন। রাষ্ট্রপতি এই উৎসবের দিনে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

আজ দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী পালন করছেন।

 

Image: Wikimedia Commons