Bangladesh

বেলাল চৌধুরীর অবস্থা সংকটাপন্ন

বেলাল চৌধুরীর অবস্থা সংকটাপন্ন

| | 21 Apr 2018, 06:54 am
ঢাকা, ২১ এপ্রিল ২০১৮ : প্রবীন সাহিত্যিক ও কবি বেলাল চৌধুরীর অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। প্রায় চার মাস ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন এই জনপ্রিয় কথা সাহিত্যিক কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন।

তার বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ৮০ বছর বয়সী কবিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
 

একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’এর দায়িয়ত্ব পালন করেন। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান কবি বেলাল চৌধুরী; পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।
 

ক্যাপশান: কবি বেলার চৌধুরি ছবি : ব্যক্তিগত এলবাম