Bangladesh

প্রতিরোধ করতে হবে আক্রমণ, জানালেন মন্ত্রী

প্রতিরোধ করতে হবে আক্রমণ, জানালেন মন্ত্রী

| | 16 May 2016, 09:21 am
ঢাকা, মে ১৬- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার জানিয়েছেন যে দেশে বেশ কিছু একই কায়দায় হত্যার ঘটনাকে আগামীদিনে 'প্রতিরোধ' করতে হবে।

“আমরা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হতে চাই না, আমরা প্রতিরোধ করতে চাই," সাংবাদিকদের মন্ত্রী বলেন।

 

উনি বলেনঃ "আক্রমণকে আমরা আগের থেকে শনাক্ত করতে চাই।"

 

সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠকের পরে এই সব কথা কামাল সাংবাদিকদের বলেছেন।

 

লেখক অভিজিৎ রায়ের হত্যার পর থেকে আজ পর্যন্ত বেশ কিছু হত্যার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার অনন্ত বিজয় দাস, নিলাদ্রী চট্টোপাধ্যায়, শিয়া মুসলিম, খ্রিস্টান যাজক ও হিন্দু পুরোহিত, অনেকেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছেন।

 

সব ক্ষেত্রেই এই ঘটনাগুলোতে জঙ্গিদের হাত সন্দেহ করা হয়েছে। যদিও দেশের জঙ্গিদের অবস্থান নেই বলেই জানিয়েছেন সরকার।