Bangladesh

মার্চ ১৫ মধ্যে ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি

মার্চ ১৫ মধ্যে ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি

| | 29 Feb 2016, 06:29 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৯ঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সোমবার বলেছেন শহরের নাগরিকদের তথ্যভাণ্ডার তৈরি করবার উদ্দেশ্য নিয়ে সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য ১৫ মার্চের মধ্যে সংগ্রহ করা হবে।

"বিট পুলিশিং এর অন্যতম কার্যক্রম হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় বাড়ীর মালিক ও ভাড়াটিয়া সম্পর্কে নির্দিষ্ট ফরমে পরিচিতিমুলক তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারণ বিভিন্ন অপরাধী ও জঙ্গী সংগঠনের সদস্যরা বাড়ীর মালিকের অজ্ঞাতে ভূয়া নাম ঠিকানা ও প্রমান ব্যবহার করছে, কিংবা নাম ঠিকানা অপ্রকাশিত রেখে এবং কোন চুক্তি না করেই বাড়ী ভাড়া নিচ্ছে," মিয়া  বলেছেন।

" এতে তারা  তাদের অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ডের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে," উনি বলেন।

"অপরাধ সংঘটন বা জঙ্গী কর্মকান্ডের তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযানের পর দেখা যায় অপরাধী (ভাড়াটিয়া)দের সম্পর্কে কোন তথ্য বাড়ীর মালিক দিতে ব্যর্থ হন। ফলে অপরাধের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনা যেমন কষ্টসাধ্য হয়, তেমনি বাড়ীর মালিক অহেতুক আইনী জটিলতার সম্মুখীন হন। কারণ কারো ব্যক্তিগত অবহেলার পিছনে কোন অপরাধ সংগঠিত হলে আইনের চোখে তিনি অপরাধী হিসেবে গণ্য হন," উনি বলেন।