Bangladesh

 সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে বললেন হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে বললেন হাসিনা

| | 21 Mar 2017, 11:09 am
ঢাকা, মার্চ ২১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের মানুষকে আবার একবার জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান করেছেন।

"আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে," হাসিনা বলেছেন।

উনি আরও বলেনঃ " এখানে অভিভাবকবৃন্দ আছেন, শিক্ষকরা আছেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, স্থানীয় মুরুব্বিরা আছেন, আমাদের মসজিদের ইমাম, ওলামা মাশায়েখগণ আছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন পেশাজীবীরা, সকলের কাছে আমার একটাই আবেদন থাকবে-এই মাগুরা এখানে যেন কোনো রকম সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি যেন এখানে স্থান না পায়। তার ব্যবস্থা আপনারা করবেন।”

 

অভিভাবকদের আহ্বান করলেন ওনারা যেন নিজেদের সন্তানদের দেখেন যে তারা যেন বিপথে না যায়।

 

হাসিনা বলেনঃ "সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন- সেটাই আমি চাই।"

 

পুনর্বাসনের বিষয় কথা বলতে গিয়ে, হাসিনা বলেনঃ "যারা ভালো হতে চায় তাদের ভালো হওয়ার ব্যবস্থা এবং তাদের জীবন-জীবিকা যেন চলে সেজন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা করব। জঙ্গি সন্ত্রাস ও মাদক থেকে মুক্ত হয়ে তারা যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় সেই ব্যবস্থা আমরা করব।”

 

হাসিনা এই কথাগুলি বলেছেন মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় নিজের বক্তব্য রাখার সময়।