Bangladesh

টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করলেন খালেদা জিয়া

টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করলেন খালেদা জিয়া

| | 05 Jan 2018, 10:57 am
ঢাকা, জানুয়ারি ৫ঃ বি এন পি খালেদা জিয়া আজ দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন টুইটারে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করেছেন।

হাসিনাকে নিশানা করে জিয়া বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হল 'বুলেট'।

 

"বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। জানুয়ারি ৫'র 'ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন' বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়," জিয়া নিজের টুইটারে লেখেন।

 

অন্যদিকে, আজ বিএনপির দিকে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগের এই নেতা আজ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ক্ষমতাসীন দলের দৃঢ় অবস্থান তুলে ধরে বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।


৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের উপস্থিত থেকে এই বক্তব্যগুলি জানেন।

 

"বিএনপি নেত্রী বেগম জিয়া বলেছেন, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। অপেক্ষা করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে আসুন," কাদের বলেন।

 

“ঠেকানোর সাধ্য থাকলে দেখান, শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আপনাদের প্রতিহত করবে," উনি বলেন।

 

বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বরজন করেছিল।

 

নির্বাচনে জেতেন আওয়ামী লীগ।

 

বিজয়ের পরে দ্বিতীয় মেয়াদে সরকার গড়েন আওয়ামী লীগ।

 

এই ঘটনার পর থেকে  ‘গণহত্যা হত্যা দিবস’ হিসেবে কর্মসূচি পালন করে আসছে বি এন পি।

 

Image: Wikimedia Commons