Bangladesh

"আদিলুরকে এখুনি মুক্ত করা হোক"

| | 13 Aug 2013, 12:21 pm
ঢাকা, অগাস্ট ১৩: এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার বলে মানবাধিকার গোষ্ঠী অধিকারের সচিব আদিলুর রহমান খানকে যেন এখুনি নিঃশর্তে মুক্ত করা হয়।

 "খানের গ্রেফতার সরকারের নিন্দুকদের একটি হাড়হিমকরা বার্তা পৌঁছেছে ... যে যদি তুমি মানবাধিকার নিয়ে কথা বল, তাহলে তোমায় কড়া শাস্তি পেতে হবে," বলেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ গবেষক আব্বাস ফাইয়াজ।

 
"আমাদের দাবী খানকে যেন এখুনি নিঃশর্তে মুক্ত করা হয়," তিনি বলেন।
 
পুলিশ মঙ্গলবার অপরাহ্নে খানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় এক মেট্রোপলিটন আদালতের নির্দেশ মেনে।
 
উচ্চ আদালত সোমবার ছয় সপ্তাহের জন্য খানের পাঁচ দিনের রিমান্ড স্থগিত করে।  
 
আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেন খানকে অবিলম্বে জেলে পাঠাতে।
 
বিচারক জানান পুলিশ প্রয়োজন হলে খানকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
 
পুলিশের গোয়েন্দা শাখা শনিবার রাতে খানকে ঢাকার গুলশন এলাকা থেকে গ্রেফতার করে একটি জেনারেল ডায়রি দায়ের করার পর যেখানে অভিযোগ করা হয় খান একটি মিথ্যা খবর প্রকাশ করেছেন যে মে মাসে মতিঝিল এলাকায় হেফাজত-এ-ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।